Tuesday, 31 March 2020

কুরআন হাদিসের আলোকে মহামারী করোনা ভাইরাস নিয়ে আমার ভাবনা।

THE RIGHT THINKING 24


কুরআন হাদিসের আলোকে মহামারী করোনা ভাইরাস নিয়ে আমার ভাবনা।



 মহান আল্লাহ কুরআনে বলেন   ---   ''আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই: মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন, পণ্য-ফল-ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুখবর দাও''। [আল-বাক্বারাহ ১৫৫]

আল্লাহ তাআলা হয়তো করোনা ভাইরাস দিয়ে মানুষকে পরীক্ষা করতেছেন, বা আল্লাহর সঠিক পথের সন্ধান দিচ্ছেন বা তার শক্তির পরিচয় দিয়ে তার অস্তিত্বের জানান দিচ্ছেন ইত্যাদি , আর তিনি মহামারী রোগ বা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে মানুষের তৈরী ব্যাবস্থাপনা , জ্ঞান বিজ্ঞান যে তার শক্তির কাছে খুবই দুর্বল, অসহায়।

এটা শেষ নবীর জামানা তাই আল্লাহ মানুষকে নানা বিপদ আপদ দুর্যোগ মহামারী ইত্যাদি দিয়ে  আল্লাহ তার শক্তির পরিচয় দিবেন এবং মানুষকে আল্লাহর সঠিক পথে থেকে কাজ করা এবং সঠিক পথ , ধর্মের সন্ধানের সুযোগ দিবেন। আখিরাতের বিচারের দিন যাতে মানুষ বলতে না পারে বা দুষতে না পারে  যে আল্লাহ তুমি তো আমাকে জানাও নাই কোনটা সঠিক পথ ,ধর্ম ইত্যাদি , তাই আল্লাহ শেষ নবীর যুগে নানান ভাবে মানুষের কাছে তার ধর্ম , আদেশ , ইত্যাদি মনে করিয়ে দিবেন ---- এমনটাই কুরাআন হাদিসে পাওয়া যায়

তাই এই করোনা ভাইরাস কনো গজব বা শাস্তি না , যদি তাই হতো তাহলে শুধু পাপী , বিধর্মী , ভুল ধর্মের লোকজনই মারা যেত কিন্তু অনেক মুমিন ঈমানদার লোকও মারা যাচ্ছে। নূহ (আ) এর যুগে আল্লাহ গজব দিয়েছিলো যারা আল্লাহর বিধিবিধান মানত না তাদের ওপর, আল্লাহর বিধান গ্রহণ কারীদের তিনি রাখা করেছিলেন।   তাই এটা আল্লাহর সতর্কবাণী শুধু তার সঠিক ধর্ম ও পথ গ্রহণের জন্য ও সুযোগ সৃষ্টি করা মাত্র  , আর আল্লাহর ও দায়মুক্তি যাতে বান্দা হাশরের ময়দানে দোষারূপ করতে না পারে।

আল্লাহ মানুষকে নানাভাবে , নানা নিদর্শন দেখিয়ে তার পথ গ্রহণের জন্য ডাকবেন, আর মুমিন বান্দাদের পরীক্ষা নিবেন। আল্লাহ বলছেন মহা পাপীও যদি মরার আগে অন্তত আল্লাহর আনুকূল্য গ্রহণ করে এবং ক্ষমা প্রার্থনা করে  আল্লাহ ক্ষমা করবেন এবং তার সঠিক পথের বান্দা বলে গ্রহণ করবেন।

 করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ তার শক্তির পরিচয় দিয়েছেন যাতে মানুষ তার ওপর চিন্তা করে এবং গবেষণা করে বের করে যে বিধিবিধান এবং ধর্ম যা (ইসলাম ও কুরআন ) তিনি মনোনীত করেছেন সকল মানবজাতির জন্য।

 এখন পৃথিবীতে প্রচুর পরিমানে লোকজন আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করছে। মানুষ আমাদেরকে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।

আর মসজিদে এখন না যেতে পারলেও বাসায়ও নামাজ ইবাদাত করা সম্ভব।
হাদিসে আছে আমাদের নবী মুহাম্মাদ (সা) বলেন -- যে এলাকায় মহামারী তোমরা ঐএলাকায় প্রবেশ করিয়ো  না , আর যারা মহামারী এলাকায় অবস্থান করছো সেখান থেকে বের হয়ো না।

আর এক হাদিসে পাওয়া যায় তিনি একদিন মসজিদে জামায়াতে নামাজ পড়তে নিষেধ করছেন তখন প্রচন্ড  বৃষ্টি হচ্ছিলো যা দ্বারা মানুষের ক্ষতির আশঙ্কা ছিল মসজিদে আসলে। তাই তিনি বাসায় নামাজ পড়তে বলেন আজানের নতুন আহ্ববানের মাধ্যমে।











No comments:

Post a Comment