Wednesday 3 April 2024

ধর্মীয় ব্যাখ্যানুসারে ভূমিকম্প হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা?

THE RIGHT THINKING 24

 
 ধর্মীয় ব্যাখ্যানুসারে  ভূমিকম্প হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। মানুষ যেন নিজের অপরাধের জন্য তাওবা করে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। নিজের অনৈতিক আচার-আচরণ ঠিক করে নেয়। সবার সার্বিক নিরাপত্তার জন্য দোয়া করে। আল্লাহকে অনেক বেশি স্মরণ করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে।

মানুষকে সতর্ক করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে, আমার আজাব (নিঝুম) রাতে তাদের কাছে আসবে না, যখন তারা (গভীর) ঘুমে (বিভোর হয়ে) থাকবে!’ (সুরা আরাফ: ৯৭)

 আল্লাহর দেয়া প্রকৃতি যেন ঘন ঘন বৈরী হয়ে উঠছে। আসলে এসবের জন্য মানুষের অনাচার দায়ী। পবিত্র কোরআনে আল্লাহ বলেন : মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সূরা রুম : আয়াত ৪১)। অতিরিক্ত কার্বন নিঃসরণ, পরিবেশ দূষণ ও পাপাচারের ফলে মানুষই প্রকৃতিকে বৈরী করেছে। প্রকৃতি নিজে কোনো বুদ্ধিমান চিন্তাশীল সত্তা নয়। এর স্রষ্টা ও বিধাতা আল্লাহ রাব্বুল আলামীন এর নিয়মে ও হুকুমে প্রকৃতি পরিচালিত হয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক সর্বশক্তিমান আল্লাহ। তিনিই স্রষ্টা ও বিধাতা। তার গজবের বহিঃপ্রকাশ হয় প্রকৃতির বৈরিতায়। আল্লাহ প্রদত্ত সম্পদ ব্যবহার সত্ত্বেও সঠিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে না, বান্দার অপরাধ ক্ষমা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, ‘যে বিপদ-আপদই তোমাদের ওপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই। আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন।’ (সুরা শুরা: ৩০)

পবিত্র কোরআনে ভূমিকম্প বিষয়ে ‘যিলযাল’ এবং ‘দাক্কা’ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে। ‘যিলযাল’ অর্থ হচ্ছে একটি বস্তুর নড়াচড়ায় আরেকটি বস্তু নড়ে ওঠা। ‘দাক্কা’ অর্থ হচ্ছে প্রচণ্ড কোনো শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া।

ভূমিকম্প সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘এ উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, কখন সেটা হবে হে আল্লাহর রাসুল? তিনি বলেন, যখন গায়িকা(নগ্ন মেয়ে) এবং বাদ্যযন্ত্রের(উচ্চশব্দে বিকৃত) প্রকাশ ঘটবে এবং মদপানের সয়লাব হবে।’ (তিরমিজি: ২২১২)

অন্যত্র বলা হয়েছে, ভূমিকম্প হচ্ছে কিয়ামতের একটি অন্যতম আলামত। কিয়ামত যতই নিকটবর্তী হবে, ভূমিকম্পের পরিমাণ ততই বাড়তে থাকবে।

ভূমিকম্পের বিভীষিকা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয়ই কেয়ামত দিবসের ভূকম্পন হবে মারাত্মক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, স্তন্যপায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।’ (সুরা হজ: ১-২)
ভূতত্ত্ববিজ্ঞান বলে, ভূ-অভ্যন্তরে শিলায় পীড়নের জন্য যে শক্তির সঞ্চয় ঘটে, সেই শক্তির হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এমন আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প (Earthquake) বলে। সাধারণত তিনটি কারণে ভূমিকম্পের উত্পত্তি হয়ে থাকে—ভূপৃষ্ঠজনিত, আগ্নেয়গিরিজনিত ও শিলাচ্যুতিজনিত কারণে ভূমিকম্প হয়।

মহান আল্লাহ বলেন, ‘আমি ভয় দেখানোর জন্যই (তাদের কাছে আজাবের) নিদর্শনগুলো পাঠাই। ’ (সুরা বনি ইসরাইল, আয়াত নং : ৫৯)। আল্লাহ তায়ালা আরও বলেন, “বলে দাও, ‘আল্লাহ তোমাদের ওপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম। ’ (সুরা আনআম, আয়াত নং : ৬৫)

বুখারি শরিফে আছে, জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যখন তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম’ আয়াতটি নাজিল হলো, তখন রাসুল (সা.) বললেন, ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ’ ”(বুখারি)

ভূমিকম্পের কতগুলো কারণ সম্পর্কে জানা যায় হাদিসের মাধ্যমে। প্রিয়নবি হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, ব্যভিচার বাড়বে, সৃষ্টিকর্তাদ্রোহীতা হবে(কুরআন সুন্নাহ আধ্যাতিক ইবাদত অবহেলা)। কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখলে তা আত্মসাৎ করা হবে। জাকাতকে মনে করা হবে জরিমানা হিসেবে। ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে। পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে। বন্ধুকে কাছে টেনে নিয়ে বাবাকে দূরে সরিয়ে দেবে। মসজিদে শোরগোল (মনোযোগহীন লোকদেখানো এবাদত, আড্ডাবাজি) হবে। সবচেয়ে দুর্বল(দায়িত্বহীন) ব্যক্তি সমাজের শাসক হবে। সে সময় তোমরা অপেক্ষা করো—রক্তিম বর্ণের ঝড়ের, ভূকম্পনের, ভূমিধসের, লিঙ্গ পরিবর্তন, পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া (তাসবিহ) দানার ন্যায় একটির পর একটি নিদর্শনগুলোর জন্য।’ (তিরমিজি: ১৪৪৭)

ভূমিকম্পের বিভীষিকা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ‘হে মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রবকে। নিশ্চয়ই কেয়ামত দিবসের ভূকম্পন হবে মারাত্মক ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, স্তন্যপায়ী মা তার দুগ্ধপোষ্য সন্তানের কথা ভুলে যাবে আর সব গর্ভবতীর গর্ভপাত হয়ে যাবে। মানুষকে মাতালের মতো দেখাবে, আসলে তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।’ (সুরা হজ: ১-২)

 ভূমিকম্প কেয়ামতের একটি আলামত আর কেয়ামতের ছোট ছোট আলামতগুলো বার বার ঘটতে থাকবে যা আল্লাহমুখী হতে অধিক সতর্কবার্তার অংশ হিসেবে স্বাভাবিকভাবেই ঘন ঘন ভূমিকম্প হবে, রাসুল (সা.) বলেছেন, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং খুনখারাবি বাড়বে, তোমাদের সম্পদ এতো বাড়বে যে, উপচে পড়বে। (বোখারি, হাদিস নং : ৯৭৯) প্রত্যেক মুসলমানের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তাওবা করা উচিত। মহান আল্লাহ বলেন, ‘যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো এবং (আল্লাহকে) ভয় করতো, তাহলে আমি তাদের ওপর আসমান-জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম, কিন্তু তারা (আমার নবীকেই) মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম। ’ (সুরা আরাফ : ৯৬)


তাই বলা যায়, বর্তমানে যেসব ভূমিকম্প হচ্ছে, তা মহান আল্লাহর পাঠানো সতর্কবার্তার নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি বান্দাদের সাবধান করেন। মূলত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল। কেননা আল্লাহ অধিকাংশ জাতিকে ভূমিকম্পের গজব দিয়ে ধ্বংস করেছেন।

ভূমিকম্প এমনই এক দুর্যোগ; যা নিবারণ, প্রতিকার বা প্রতিরোধ করা বা পূর্বাভাষ পাওয়ার মতো কোনো প্রযুক্তি মানুষ এখনো আবিষ্কার করতে পারেনি। সুতরাং ভূমিকম্পের ভয়াবহতা থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা ছাড়া আর কোনো উপায় নেই।

বাংলাদেশে চার মাসে তিন বার ভূমিকম্প যে কারণে ? 

ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের পরস্পরমুখী গতির কারণেই এ ধরণের ভূমিকম্প হচ্ছে। এই দুটি প্লেটের সংযোগস্থলে প্রচুর পরিমাণে শক্তি জমে রয়েছে যেগুলো বের হয়ে আসার পথ খুঁজছে। আর সে কারণেই ঘন ঘন এমন ভূমিকম্প অনুভূত হচ্ছে। আর চলতি বছরের মে মাসের পাঁচ তারিখে আরেকটি ভূমিকম্প হয়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকায়। ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশের পার্বত্য এলাকায় ইন্ডিয়ান প্লেট ও বার্মা প্লেট নামে দুটি টেকটনিক প্লেটের অবস্থান রয়েছে। এরমধ্যে ইন্ডিয়ান প্লেটটি উত্তর-পূর্ব দিকে এবং বার্মিজ প্লেটটি পশ্চিম দিকে যাচ্ছে।

 উল্লেখ্য,  এসব হলো বিজ্ঞানভিত্তিক উপমা মাত্র যা আল্লাহর ভূখণ্ডগত সৃষ্টির ব্যবস্থাপনা অথাৎ জনবসতিকে আগাম সাবধান সতর্কতা দিয়ে রাখা এবং প্রয়োজন হলে হলে এই প্লেট ব্যবহার করে আল্লাহর নির্দেশে ফেরেশতাকুল ভূমিকম্প পরিচালনা করবে। আর মানুষ সাবধান হয়ে সংশোধন হলে এসব ঘটবে না। আর যেখানে এমন আগাম সাবধানবাণী দেওয়া প্রয়োজন সেখানেই নতুন প্লেটের সৃষ্টি হয়ে থাকে। 

বেঙ্গল এলাকায় বাংলাদেশ, প্রতিবেশী পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, ৭ সিস্টার,নেপাল-ভুটান, থাইল্যান্ড, মায়ানমার এই অঞ্চল ঘিরে একটি  বড় বিপদ বা পাপশক্তি(কুরআন সুন্নাহ আধ্যাতিক ইবাদত অবহেলা) জমা হয়েছে, হচ্ছে যার প্রতিফলন শিক্ষক মুসলিমদের উপরও ঘটবে। এমনকী এই অঞ্চলের দায়িত্ব বাংলাদেশের মুসলিমদের(আধ্যাত্মিক ইসলামী শিক্ষক ) ওপর বর্তিত হয়েছে অথাৎ জনগোষ্ঠীর অ-ইসলামিক কাজের প্রতিফলন  ঈমানদার  মুসলিমসহ অমুসলিমদের( আধ্যাত্মিক ছাত্র) উপর গজবটি পতিত হবে যা হাদিসে উল্লেখ হয়েছে অমুসলিমদের পাপের দায়িত্ব ঈমানদার মুসলিমদের ক্ষতিগ্রস্থ করবে তবে ঈমানদার মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে। এই অঞ্চলে মাওলানারা ওয়াজ মাহফিল করে ইসলাম প্রচার করছে তবে তা তেমন কাজে আসছে না যা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবেও ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে হবে যেমন ইসলামিক জ্ঞান অর্জন স্কুল-কলেজে মুসলিম ও অমুসলিম উভয়ের জন্য ফরজ-বাধ্যতামূলক করতে হবে, দক্ষিণ ভারতের মতো মূর্তিবিহীন এক সৃষ্টিকর্তার উপাসনার ব্যবস্থা করতে হবে। কারণ উপরোক্ত পাপগুলো যেমন  ব্যাভিচার অমুসলিম পর্যন্ত করছে না তাই যেসব দেশে ও সমাজে নারীর অধিকার ও চরিত্র সম্মান রক্ষা করে সুনিয়ন্ত্রিতভাবে সম্ভব হলে ব্যাভিচার এটাকে সংশোধন করে মুতাহ বিবাহ দিতে হবে যা আহলি কিতাবদের জন্যতো জায়েজই,  প্রয়োজন হলে মুসলিমদের জন্যও সম্ভব(ইমাম হান্বালী) অথাৎ  তাঁদের ২৭/২৮ কোটি অমুসলিমের সঠিক ধর্ম জ্ঞানটি  থাকলে তাঁরা ইসলামে ফিরে আসবে আর তা প্রশিক্ষণের দায়িত্ব পড়েছে ২৩/২৪ কোটি মুসলিমের ওপর বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম নিয়ন্ত্রিত রাষ্ট্র বাংলাদেশ ।  আর ইসলামিক এবাদতসমুহ  করাতে বা  ইসলামে অন্তর্ভুক্তিকরণ করতে আমার লেখা বইটি স্কুল-কলেজে পাঠ্য করতে হবে যা ধর্মীয় সাম্প্রদায়িক আদর্শ সম্প্রীতি । কারণ এই অঞ্চলে অমুসলিম ইবাদতগতভাবে খুবই ত্রুটিপূর্ণ অবস্থায় আছে আর মুসলিমদের নিজেদেরও ত্রুটি ও পাপাচার থেকে সংশোধন হতেতো  হবেই, ইবাদতে বিভিন্ন জিকির দোয়া দরূদ পড়ায় অভ্যস্থ হওয়ায় । প্রতিবেশী ও বন্ধুপ্রতিম মানদণ্ড বিবেচনায় ইসলামী ইবাদতসমূহ প্রতিষ্ঠার জন্য কাজাকিস্তান, তুর্কিমিস্তান, আফগানিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তানের ওপর দায়িত্ব পড়েছে রাশিয়া, চীন, কোরিয়া, ভারত, আসিয়ান অঞ্চলের আর আরব রাষ্ট্রগুলোর উপর দায়িত্ব পড়েছে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আফ্রিকার মত অঞ্চলগুলির আর দায়িত্ব পালন অবহেলার প্রতিক্রিয়াও(অমুসলিমদের ইসলামী ইবাদতহীনতার বোঝা) স্বাভাবিকভাবেই অনিচ্ছা সত্ত্বেও মুসলিমদের বহনও  করতে হবে যা মহাবিশ্বের সৃষ্টিজগতের বাস্তুসংস্থানগত প্রাকৃতিক ভারসাম্য নিয়ম তবে মুসলিমগণের তীব্র প্রচেষ্টা থাকলে দায়িত্ব পালন ঘাটতি না থাকায়  আল্লাহ প্রদত্ত আসমানী প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হবে অথাৎ ৫৭টি মুসলিম দেশের উপর ২০০ টি দেশের দায়িত্ব পড়েছে, ২৫০ কোটি মুসলিমের ওপর ৬৫০ কোটি অমুসলিমের আধ্যাত্বিক ইবাদত দ্বীন প্রচার প্রশিক্ষণের দায়িত্ব পড়েছে যেমন ওয়াজ মাহফিল, বইপত্র বিতরণ, বিতর্ক সভা ও অনলাইনে প্রচার, ইত্যাদি যেমন পরিপূর্ণ মুসলিম বিশ্বাসে ঈমান এনে শুধু সুনির্দিষ্ট কুরআন সুন্নাহ চর্চ করে মুসলিম হওয়া অথবা ৬৫০ কোটি অমুসলিম ৬৩২ খ্রিস্টাব্দের পর থেকে যোগোপযোগী পবিত্রকরণ বিশুদ্ধ আহলে কিতাব মুসলিম হয়ে যাওয়া যা কুরআন সুন্নাহ ইবাদতসমূহ তাঁদের আদি কিতাব তাওরাত ও ইঞ্জিলের সাথে প্রতিস্থাপন করে চর্চা করা অথাৎ সুনির্দিষ্ট  কুরআন সুন্নাহ ইবাদতসমূহের সাথে অতীতের এই দুটি কিতাবের মান্দন্ডেও কিছু ইবাদত চর্চা করতে পারবে যা প্রথম শ্রেণীর জান্নাত অর্জন না হলেও যথেষ্ট নেয়ামতপূর্ণ জান্নাত অর্জন হবে আর তাঁরা ত্রুটিপূর্ণ অমুসলিম(পরিপূর্ণ কাফের) বিবেচিত হবে না বরং ছোট মুসলিম বিবেচিত হবে যা নওমুসলিম প্রক্রিয়ায় অবস্থান করছে আর জাবুর কিতাব কুরআন-সুন্নাহ ও ইঞ্জিলের মধ্যেই বিদ্যমান তবে একটি লানতপ্রাপ্ত পাপাচার পরিপূর্ণ মুসলমানদের অনুমতি ছাড়া তাঁদের ইবাদতঘর ও পবিত্র স্থান দখল(Trespass) করা যাবে না । পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে, এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। [সূরা আয-যিলযাল ১-৮] প্রতিবেশী কারা? কতদূর এর সীমা? এ প্রশ্নের জবাবে হজরত হাসান (রা.) বলেছেন, 'নিজের ঘর থেকে সামনে ৪০ ঘর, পেছনে ৪০ ঘর, ডানে ৪০ ঘর এবং বাঁয়ে ৪০ ঘরের অধিবাসী হচ্ছে প্রতিবেশী। ' অথাৎ রাষ্ট্র হিসেবে আশেপাশের ৪০ শহরের যা আশেপাশের কয়েক দেশ 


আল্লামা ইবনু কাইয়িম (রহ.) বলেন, মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন। ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে। তারা মহান আল্লাহর নিকট তাওবা করে, পাপ কর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। আগেকার যুগে যখন ভূমিকম্প হতো, তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতো, ‘মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। ’

 অথাৎ এসবে সংশোধন হতে পারলে ভূমিকম্প প্লেট থাকলে ভূমিকম্পটি কখনো ঘটবে না যা প্লেট আকারেই থাকবে চিরকাল মাত্র কারণ গবেষণায় দেখা যায় ভূমিকম্পটি কখনো প্রাকৃতিকভাবে ঘটবে না। এটি একমাত্র আল্লাহর সতর্কবার্তা না মেনে জনগোষ্ঠী সংশোধন না হলে তখনই একামাত্র আযাব-শাস্তি হিসেবে আসে। আর বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণে জানা যায়, এই অঞ্চলটি এজন্য ব্যাপক ঝুঁকিতে আছে এবং মুসলিমদের প্রচেষ্টাও বিদ্যমান থাকায় আপাতত বাংলাদেশে ভূমিকম্পের সম্ভাবনা নেই তবে বর্তমান প্রচেষ্টার আরো ব্যাপক প্রসার না করলে দ্রুতই অপ্রত্যাশিত বিষয়টি ঘটবে কারণ প্রচেষ্টার তুলনায় পাপশক্তি উৎপাদন আনুপাতিক হারে বেশি হলেই বিপদ আসন্ন,  এজন্য ছোট ছোট  বার বার ভূমিকম্প সতর্কবার্তা দেওয়া হচ্ছে, অতীতের ৬ জাতির ধ্বংসের মূর্তিপূজা ও পাপাচার থেকে তাই জানা যায়  । বিশ্বে বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে তাদের সকলের দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠা করা যা দায়িত্ব অবহেলার কারণে , গোটা মানবজাতিকে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় আল্লাহর স্বীকৃতি দিতে হবে।

ইসলামী জীবন যেভাবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব

কারো উপকার স্বীকার করা, তার প্রশংসা করা এবং কাজে-কর্মে প্রতিদান দেওয়ার নামই কৃতজ্ঞতা। বান্দার পক্ষে আল্লাহর ক্ষুদ্রতম কোনো অনুগ্রহেরও প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে সে মহান আল্লাহর অনুগ্রহ ও দান স্বীকার করে, তাঁর প্রশংসা করে ও তাঁর আনুগত্য করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা মুমিনের অপরিহার্য দায়িত্ব,  গোটা মানবজাতিকে প্রকাশ্যে স্পষ্ট ভাষায় আল্লাহর স্বীকৃতি দিতে হবে

কৃতজ্ঞতা অপরিহার্য কেন

মুমিনের জীবনে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা অপরিহার্য। কারণ হলো :

১. আল্লাহর নির্দেশ : মহান আল্লাহ বান্দাদের তাঁর প্রতি কৃতজ্ঞতা আদায়ের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘সুতরাং তোমরা আমাকে স্মরণ কোরো এবং আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমরা কৃতঘ্ন হইয়ো না।

’ (সুরা বাকারা, আয়াত : ১৫২)

২. নেয়ামত বৃদ্ধি পায় : কোনো বান্দা যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে আল্লাহ তার প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। আল্লাহ বলেন, ‘যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আমি অবশ্যই (আমার অনুগ্রহ) তোমাদের বাড়িয়ে দেব। আর যদি কৃতঘ্ন হও তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৭)

৩. নবী-রাসুলদের বৈশিষ্ট্য : কৃতজ্ঞতা আদায় করা নবী-রাসুলদের বৈশিষ্ট্য।

পবিত্র কোরআনে নবীদের কৃতজ্ঞ বলে প্রশংসা করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘ইবরাহিম ছিল এক উম্মত, আল্লাহর অনুগত, একনিষ্ঠ এবং সে শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না। সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাঁকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে।’ (সুরা নাহল, আয়াত : ১২১)

অন্য আয়াতে নুহ (আ.) সম্পর্কে ইরশাদ হয়েছে, ‘হে তাদের বংশধর, যাদের আমি নুহের সঙ্গে আরোহণ করিয়েছিলাম, সে ছিল পরম কৃতজ্ঞ বান্দা।

’ (সুরা বনি ইসরাঈল, আয়াত : ৩)

৪. আদর্শ বান্দার বৈশিষ্ট্য : আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করা ছাড়া কোনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে আহার কোরো এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কোরো, যদি তোমরা শুধু তাঁরই ইবাদত করো।’ (সুরা বাকারা, আয়াত : ১৭২)

৫. মানবপ্রকৃতির দাবি : আল্লাহ মানুষের সেবায় তাঁর অসংখ্য সৃষ্টিকে নিয়োজিত করেছেন। সুস্থ মানবপ্রকৃতির দাবি হলো মানুষ এই বিপুল অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করবে। ইরশাদ হয়েছে, ‘তাঁর নিদর্শনাবলির একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দেওয়ার জন্য ও তোমাদের তাঁর অনুগ্রহ আস্বাদন করানোর জন্য; এবং তাঁর নির্দেশে নৌযানগুলো বিচরণ করে, যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পারো ও তাঁর প্রতি কৃতজ্ঞ হও।’ (সুরা রোম, আয়াত : ৪৬)

যেভাবে কৃতজ্ঞতা আদায় করব

কৃতজ্ঞতা আদায়ের যত পদ্ধতি আছে মুমিন সব পদ্ধতিতে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। আল্লামা ইবনুল কায়্যিম (রহ.) বলেন, বান্দা অন্তর তথা অভ্যন্তরীণ বিনয় ও বিনম্রতার মাধ্যমে, জবান তথা প্রশংসা ও স্বীকারোক্তির মাধ্যমে এবং অঙ্গ-প্রত্যঙ্গ তথা আনুগত্য ও ইবাদতের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। (মাদারিজুস সালিকিন : ২/২৪৬)

১. অন্তরের কৃতজ্ঞতা : বান্দা তাঁর হৃদয় ও মন দিয়ে মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। মুমিন হৃদয়ের বিশ্বাস যেন নিম্নোক্ত আয়াতে ব্যক্ত করা হয়েছে, ‘তোমাদের কাছে যেসব নিয়ামত রয়েছে তা আল্লাহর কাছ থেকে; আবার যখন দুঃখ-দৈন্য তোমাদের স্পর্শ করে তখন তোমরা তাঁকেই ব্যাকুলভাবে আহ্বান করো।’ (সুরা নাহল, আয়াত : ৫৩)

২. মৌখিক স্বীকৃতি : বান্দা অন্তরে যেমন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, তেমন মুখে আল্লাহর অনুগ্রহের স্বীকৃতি দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সে বান্দার প্রতি সন্তুষ্ট হন যে খাবার খায় এবং এ জন্য আল্লাহর প্রশংসা করে অথবা যে পান করে এবং সে জন্য আল্লাহর প্রশংসা করে।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৭৩৪)

৩. কাজে-কর্মে কৃতজ্ঞতা প্রকাশ : মুমিন তাঁর কর্মকাণ্ড তথা আল্লাহর প্রতি তার আনুগত্যের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি বলেছিলাম, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সঙ্গে তোমরা কাজ করতে থাকো। আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ।’ (সুরা সাবা, আয়াত : ১৩)

৪. কৃতজ্ঞ বান্দা হওয়ার প্রার্থনা : মহানবী (সা.) উম্মতকে তাঁর কৃতজ্ঞ বান্দা হওয়ার শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, ‘হে মুয়াজ, আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রত্যেক নামাজের পর এই দোয়াটি কখনো পরিহার করবে না : হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ১৫২২)
রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে। এছাড়া যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে পড়তে পারেন-লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ. (আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. তাঁর রাসুল),
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন। আর বিসমিল্লাহির রাহমানির রাহিম বা বিসমিল্লাহ বলে খাবার খাওয়া বা ভালো কাজ শুরু করা ।


আল্লাহ সবাইকে তাঁর কৃতজ্ঞ বান্দা হওয়ার তাওফিক দিন। আমিন






Tuesday 26 March 2024

There are only two worshipping routes for mankind ie. Full Muslim(Quran-Sunnah) or pure sacred Ahle Kitab Muslim(half Muslim/pure-sacred nonMuslims)(Quran-Sunnah, Injil, Tawrat) ?

THE RIGHT THINKING 24

There are only two appropriate worshipping routes for mankind ie. Full Muslim(Quran-Sunnah) or pure sacred Ahle Kitab Muslim(half Muslim/pure-sacred nonMuslims)(Quran-Sunnah with Injil, Tawrat ie. Ahle Sunnah al Jamayat for longtime nonMuslims(pure group/Sect) -Sunni NonMuslims called Sunni Christian) since 610BC? 

Yes: Universal Religious and Comparative theological Faith for mankind & Jinn nations awarding heavens into hereafter.

Creator&worshipping being based on his guidances(called wordily Islam forever i.e. Prophets&Books):
Quran mentions, there is no supreme being except an almighty Allah and it is forever but he has different different names(99). [All] praise is [due] to Allah, Lord of the worlds - [Surah Fatiha-2]
Allah is the Light of the heavens and the earth. His light is like a niche in which there is a lamp, the lamp is in a crystal, the crystal is like a shining star, lit from ˹the oil of˺ a blessed olive tree, ˹located˺ neither to the east nor the west,  whose oil would almost glow, even without being touched by fire.[Sura An-Nur-35]It is Allah who has created seven heavens and of the earth, the like of them. [His] command descends among them so you may know that Allah is over all things competent and that Allah has encompassed all things in knowledge.[Surah 65:12][Sura Mumeen-7]The Most Merciful [who is] above the Throne established.[Sura Taha-5]It is mentioned in the Holy Qur'an, "Therefore, Allah, the Most High, the Most Glorious, He is the True Owner, there is no god but Him." He is the lord of the honorable throne.' (Surah Muminun: 116).And remind, for indeed, the reminder benefits the believers. And I did not create the jinn and mankind except to worship Me. [Surah Adh-Dhariyat 55-56]

O people! Worship your Lord, Who created you and those before you. So that you adopt piety. - Surah Baqarah: 21. O people! A proof has come to you from your Lord and We have sent down to you a clear light. - Surah Nisa: 174. O people! There has come to you from your Lord advice and healing for what is in the hearts, and guidance and mercy for the believers. - Surah Yunus: 57. Say, O people! The truth has come to you from your Lord. So whoever accepts guidance, he will accept guidance for himself. And whoever goes astray will go astray to his own loss. And I am not your guardian. - Surah Yunus: 108. O people! You are waiting for Allah and Allah is waiting and praised. - Surah Fatir: 15. O people! You must work hard till (reach) your Lord. Then you will meet him. - Surah Inshiqaq: 6
Then, to Allah belongs [all] praise - Lord of the heavens and Lord of the earth, Lord of the worlds.  And to Him belongs [all] grandeur within the heavens and the earth, and He is the Exalted in Might, the Wise. [Surah Al-Jathiya 36-37]

[Surah Ali Imran 3:19] True Religion, in God’s(Supreme being Creator Allah) eyes, is islam: [devotion to Him alone]. Those who were given the Scripture disagreed out of rivalry, only after they had been given knowledge- if anyone denies God’s revelations, God is swift to take account-— M.A.S. Abdel Haleem 
Surah Nahal(16:51) Allah has commanded: "Do not take two gods; for He is but One God. So fear Me alone." (16:52) His is whatever is in the heavens and the earth, and obedience to Him inevitably pervades the whole universe. Will you, then, hold in awe any other than Allah? [Surah Al Ambia 25] Allah says, Say, This is my way, I and my followers call to Allah with awakened knowledge. Allah is holy and I am not of the polytheists(partnering objects or idols engagement worship). (Surah Yusuf, verse 108)

 [Surah Ali Imran 3:85] And whoever desires other than Islam as religion - never will it be accepted from him, and he, in the Hereafter, will be among the losers(fail to award Heavens). Almighty supreme being of Arosh of worshipper called Creator Allah always provided guidances to mankind sending prophets with holy books ie. Prophets(human being&Angels):124,000 and Holy Books:104 called Islam where Quran is the last, latest and final book for entire mankind since 610AD when approximately last and President of Prophets Hazrat Mohammad(PBUH) got official responsibility as a Prophet through Chief of Angel Hazrat Jibrael (A).

[Surah Nahl 16:36] And We certainly sent into every nation a messenger, [saying], "Worship Allah and avoid Taghut." And among them were those whom Allah guided, and among them were those upon whom error was [deservedly] decreed. So proceed through the earth and observe how was the end of the deniers.  

Creator Order:
Allah Ta'ala says, And I have created the jinn and humans only so that they may worship Me. I do not want any sustenance from them; And I don't want them to feed me. Surely Allah is the Sustainer, He is the Mighty, the Mighty. (Surah Az-Zariat, verses 56-58) Allah Ta'ala says, He is Allah, Who created the seven heavens and similar earths; Among these His instructions were revealed, so that you may know that Allah has power over all things and that Allah's knowledge encompasses everything. (Surah At-Talak, Verse 12) that means Creator provided instructions, orders for mankind time period to time period as well as specific nation to nations through prophets with new holy books or same books with short rules for specific sects. 
Allah Ta'ala says, 'Invite yourselves to the way of your Lord, with wisdom and good advice.' (Sura-16 Nahl, verse: 125). 
 
You enjoin good deeds(worships& honest pious acts of life) and forbid evil deeds(avoid sinful acts), and believe in Allah. (Surah Al Imran, verse 110)

Allah says, O believers! Become fully part of Islam and do not follow the footsteps of Satan. Surely he is your open enemy. (Surat al-Baqarah, verse 208); In the Farewell Hajj speech, the Prophet (PBUH) was very particular about the perfection of Islam as a religion. In this regard, Allah Ta'ala says, 'Today I have perfected your religion for you and completed My blessings upon you; And I chose Islam as a religion for you. (Surat al-Maida, verse 3) These means Creator instructs to practice Quran and its instructor prophet Mohammad(pbuh)'s guidances awarding heavens as Allah always sends messengers-prophets within mankind when prescribed ongoing guidances weren't working accordingly. Allah says, We(Allah, Angels, Prophets, Pen, etc) do not abrogate a verse or cause it to be forgotten except that We bring forth [one] better than it or similar to it. Do you not know that Allah is over all things competent? [Surah Baqarah-2][Surah Araf-50,51, 179]

And Abraham instructed his sons [to do the same] and [so did] Jacob, [saying], "O my sons, indeed Allah has chosen for you this religion, so do not die except while you are Muslims(Surrendering towards Allah accordingly what he orders ie. ''Standard'')." [Surah Baqarah 2:132] "Who will deviate from the religion of Abraham except a fool or a fool! Surely I have chosen him in the world and he will be among the righteous in the Hereafter." (2:130) "O Lord! Send them a Messenger from among them, who will recite to them Your verses, teach them the Book and wisdom, and purify them. Surely You are the Mighty, the Wise." (2:129) 

Current entire mankind is the children of Abraham(Ibrahim A) ie. well acknowledged across the world and he is also called the father of Muslim though prophet Nuh(A) is 2nd father of mankind and Adam(A) is the father of mankind. It is noted when prophet Mohammad(pbuh) got prophet responsibility since 610AD, all informed people are bound to follow him and his teaching of spiritual worship as well as governance righteousness teaching leaving earlier practices with earlier holy books despite earlier holy books' practicing even properly and it is Creator's empire's constitutional rule[Quran:Verses-Hadith]. But prophet Mohammad(pbuh) completed his teaching and holy book Quran on 632AD where he has ordered entire mankind, I am giving Quran&Sunnah and it is now completed, so practice complete Din(rules of teaching) and establish it within entire mankind. Allah says (interpretation of the meaning): “And We have sent you (O Muhammad SAW) not but as a mercy for the Alameen (mankind, jinns and all that exists)” [al-Anbiya’ 21:107]

While prophet started establishing Quran of Din-rules, all informed people in the world didn't accept his guidance to follow him leaving ongoing practice based on hereditary habitual pervertness and incorrect holy Verses of Books, then prophet Hazrat Mohammad(phuh) suggested disobedient people(less faithful) to follow at least less standard of his preaching Din-rules called Arabic word Shariyat(specific rules of spiritual worship) that will also meet the minimum threshold of Muslim of his time period comparing full standard as all people will never practice one with standard in era soon where even obedient newly Muslims also got many exemptions e.g. only one time Salah with avoiding lies&wine despite others were running 5 times Salah ie. ''mostly practical training methodology of prophet Mohammad(pbuh)'' as there are no force practicing religion[Surah Baqarah-256]. Though often 1400 years have passed, more than 70-75%(600Crore NonMuslims) world population aren't listed bringing faith accordingly being Muslim yet, so less standard faith and practice both preaching training methodology must run until entire mankind being Muslim(being piousness for earning heavens on any routes) as Quran and Sunnah is common knowledge and prescription for entire mankind though many groups within mankind fight among them earthly but right to worship can't be suspended by any group over others anywayWhen an infidel started attacking on prophet through sword, it was automatically fall down from infidel's hands but prophet didn't kill him through his standing sword awarding mercy, then infidel reverted into Muslim due to kindness of prophet. During preaching Quran, infidel threw stones on prophet and gone senseless with wounded badly on land often a day, then Angel Jibrael came and saved him calling order to strike on infidels for encounter but prophet forgave infidels refusing Angel Jibrail(A)'s request over strike. Even Creator Allah also wanted to destroy all infidels like mass world wide strike like Nuh(A) massive storm during that time experiencing Kiyamat over prophet's extreme injury but prophet Mohammad also refused to accept it urging time for their correction. He served the sick old woman even though she used to put a fork in the road for prophet. He always cries towards Allah calling forgive of mankind, award them light guidance(Hedayat). Even during 85 wars, prophet provided infidels(attacking parties) to practice Quran Sunnah willingly under your own sects' leadership despite prophets' absolute dominance strength ability on them, it was training methodology instead of any weakness from prophet side where prophet clearly declared that there is no dominance for Arab on nonArab, nonArab over Arab, Black on white and White over Black people but Muslim with QuranSunnah knowledge has superior honor called best nation or sect. Even prophet didn't run all Arab sects provinces under his absolute guidance rather he ordered sending governor to run individual descendants Eid Fast, governance based on their necessity and own culture as well as even sending sects Imam-leader after training them to lead own sect that means one descendants sect won't dominate others rather every sect will be trained to achieve leadership within them ie. Islamic philosophy. Even beyond Angel Jibrail(A), hadith mentions prophet and his accompanies(Sahaba) had the military capability with absolute strength to destroy fully(kill) all infidels(often 15-30Crore) during that time but both prophet and Allah didn't want to do this as preaching must run with softness and convincing ways like doctor-teacher to curing patients where infidels attacked on prophet to stop preaching & establishing it within people despite people's willingness towards Quran-Sunnah, then wars were occurred with prophet's mandatory involvement under self defense. He didn't only use the cure punishment opportunity of prophets(special appeal) in the earth that he will use it for sinful mankind to reach them into heavens under mercy petition. But we Muslims aren't holding like prophet pious & humanitarian characters, so nonMuslims shouldn't expect mass from Muslims as a guardian of book and mankind, none is competent to lead mankind like guardian where both Muslims&nonMuslims(even being minimum Muslim) must run mankind unitedly together now a days where ''Quran-Sunnah knowledge'' is now the supreme guardian for mankind. If nonMuslim hurt me, I will suspend book guiding,  this our phenomena of human being where Muslims & nonMuslims tolerances are mostly now same, equal. For this reason, don't rely on only Muslims guidances, be self aware of your own heavens achievement method.  Therefore, one group declares others nonMuslims or Khariji(beyond Ummah), this isn't fair process of preaching but more appropriate groups will preach correct rules to them for their amendment.  
Here you(Muslims) are loving them(nonMuslims) but they are not loving you, while you believe in the Scripture - all of it. And when they meet you, they say, "We believe." But when they are alone, they bite their fingertips at you in rage. Say, "Die in your rage. Indeed, Allah is Knowing of that within the breasts." [Surah Imran 119, 120]

Question raise, if one will get heavens despite less standard faith and practice Muslim under exemption, so why full Muslims will work hard awarding heavens? Allah says, O believers! Become fully part of Islam(absolute Standard) and do not follow the footsteps of Satan. Surely he is your open enemy. (Surat al-Baqarah, verse 208) Creator Allah has also declared highest standard heavens for them as it earns more virtue from highest standard practice of worship. But 100% people must be rescued from hellfire first earning minimum virtue, then they have to compete for standard classes heavens having more virtue earning route full faith of Islam of specific Shariyat of Mohammad(pbuh).

Say, "O People of the Scripture(current entire nonMuslims called Ahle Kitab), you are [standing] on nothing until you uphold [the law of] the Torah, the Injil, and what has been revealed(Quran) to you from your Lord." And that which has been revealed to you from your Lord will surely increase many of them in transgression and disbelief. So do not grieve over the disbelieving people. [Surah Al Maida- 68]

And if only they upheld [the law of] the Torah, the Gospel, and what has been revealed(Quran) to them from their Lord, they would have consumed [provision] from above them and from beneath their feet. Among them are a moderate community, but many of them - evil is that which they do.   [Surah Maida-66] And if only the People of the Scripture had believed and feared Allah, We would have removed from them their misdeeds and admitted them to Gardens of Pleasure. [Surah Maida-65]    

It is noted current entire nonMuslims(Hinduism, Buddhism, Judaism, Christianity, etc) are recognised as different different books come from Tawrat, Jabur, Injil and even for prophets e.g. Bramma-Ibrahim(A)-Abraham with Angel Hazrat Azrail (A) four heads with Torah Injil Quran three heads, Shiv-Hazrat Jibrael(A), Gautam Boudha-Julkifal(A), Ram-Daud(A), Krishna-Musa(A), Saresati(Ibrahim A's wife), Suvadra Durga-Mariyam(A), Jesus-Jagannath Dev, etc But it is running under as obeying holy book, obeying prophets and obeying these(all earlier replaced by Quran-Sunnah) means obeying an almighty Creator Allah[Sura Nisa-80]. Indeed, those who believed and those who were Jews or Christians or Sabeans [before Prophet Muhammad] - those [among them] who believed in Allah and the Last Day and did righteousness(Islamic pious acts) - will have their reward with their Lord, and no fear will there be concerning them, nor will they grieve. [Surah Baqarah 2:62] [Surah Maida-69]
And hold firmly to the rope of Allah all together and do not become divided. And remember the favor of Allah upon you - when you were enemies and He brought your hearts together and you became, by His favor, brothers. And you were on the edge of a pit of the Fire, and He saved you from it. Thus does Allah make clear to you His verses that you may be guided. [Surah Ali Imran-103, 110] that means entire mankind must follow unitedly Quran&its detail guidances Sunnah-Hadith but they can make different different named groups or sects based on necessity like Muslim, Salafi, Hanafi, Shia, Ahmedia, Jews, Christian, Hindu, Buddha, Sikh, etc but all are Muslim faith Iman definition. 

Or have We given them a book before the Qur'an to which they are adhering? [Surah Az-Zukhruf- 21]
However, I gave enjoyment to these [people of Makkah] and their fathers until there came to them the truth and a clear Messenger. [Surah Az-Zukhruf 22-24, 29, ] (43)So adhere to that which is revealed to you. Indeed, you are on a straight path. (44)And indeed, it is a remembrance for you and your people, and you [all] are going to be questioned.  [Surah Az-Zukhruf- 43-44, 61]And indeed, Jesus will be [a sign for] knowledge of the Hour, so be not in doubt of it, and follow Me. This is a straight path. [(61, 69)] (64) Isa Jesus says Indeed, Allah is my Lord and your Lord, so worship Him. This is a straight path."  This means Allah orders to mankind to follow Quran as a more appropriate holy book than all earliest holy books suspended and Isa(A) also calls endorsing Allah where similar contents of earlier scriptures with Quran are only valid.[Surah Imran 113, 114, 115, 199]

Therefore, they have to replace the worship norm, standard, style, quality&quantity of rules according to latest holy book Quran&Sunnah that will award them also resources heavens. Say, "O People of the Scripture, come to a word that is equitable between us and you - that we will not worship except Allah and not associate anything with Him and not take one another as lords instead of Allah." But if they turn away, then say, "Bear witness that we are Muslims [submitting to Him]." [Surah Ali Imran-64] [Surah Buruj 21-22][Surah Hijar 9]
e.g. nonMuslims  are praying Salah with reciting verses of earlier holy books where now maintaining at least 99% appropriate translation, they as a beginner will recite Quranic verses on it even with own language with understanding with bow down with deepest inner soul prostration RukuSejda as one of the parts of Zikir of Namaz- prayer like funeral-Janazah prayer under Qasar rule(Short Salah with together under Traveller Musafir rule as Bidat al Hasana-acceptable style for them) as well as floor ground RukuSejda prostration Salah where full standard Muslims will pray 5 times(Owakt) floor ground RukuSejda prostration Salah prayer. But if they replace 5 times(Day-Night) Salah prayer, then it will more beneficial for them as once it was only different style e.g. one sejda on soil ie. now 2 times in every Rakat Salah style based on 124000 prophets' teaching as soil prostration(Ruku-Sejda) is more virtue though prophet provided Quran teaching tribal people on 5-8 tribal languages where Salah prayer was always in Arabic language where all people understood it and some others just follow them with later understanding from others.[Surah Az-Zukhruf 2-4] [Sura Kalam 42-43][Sura Mumeen-2][Sura Bayinah-5][Surah An Nur 1, 5, 10(Tawba repentance giving time period][Sura Al-Muzzammil 2, 3, 4, 8,9 deepest understanding verses]. Though I have written a detail book over this(Academia Online: Kitab al Ejmaye Ummat 2023/Creator's guidance for mankind 2023), people can adopt it with expert teams. [Surah Baqarah: 239] And if you fear [an enemy, then pray] on foot or riding. But when you are secure, then remember Allah [in prayer], as He has taught you that which you did not [previously] know (Bukhari- 631). Salah prayer mostly can be standing with prostration RukuSejda but if you are sick or unable(traveling vehicles or busy walking, physical disability, etc) then you can pray also sitting, bedding . 

Further, Mosque standard sacred Churches will set up Salah prayer time appropriately maintaining Quran & Prophet's Sunnah guidance standard(Sun shine)  as much as possible consistency where after Fajr(5:8-6:26 AM),  Asar(3:00-4:52 PM) prayer will be started after 15-20 minutes breaking of Zahr(2:40-2:52 PM) prayer and  Esha(6:45-9:30 PM) prayer will be started after 15-20 minutes breaking of Magrib(6:20-6:30 PM) prayer going Church for three times Salah prayer performing 5 times Salah congregation prayers with 5 times of Azan. Church will serve these holy foods during break of prayers from Church restaurant during prayers or Jumma Salah but people will never allow for gossiping fun, they can learn religious rules, society problems solution, situation during breaking period silently, even Imam can lunch recording speech waz, Special note of Khutba during breaking time. [Bukhari-1055, Muslim-703; Working people are very busy like traveller-Musafir, even they can perform these together half Rakat(4 Rakat Jahor-Asar together) without breaking period in office due to unavailable of shrines at nearer place under Ksor Rules but full Rakat if one has time & opportunity; when you will wake up, you will pray Fajr salah as Kaza-mercy ground for late prayer and it is allowed for all prayers. ][Ad-Durrul Mukhtar wa Hashiyyah Ibn Abedin, 1/381]

Fast Rules: People will do fast during Ramadan month as much as possible, then they will replace rest of the fast by damages donating money fasted others or Church, Mosque. Any earlier Fast(Nafal) can be going on alongside mandatory-Fard Ramadan fast. 


Who are only performing Salah prayer with Kaaba Qibla believing Allah and Eid-Qurbani celebration, one is Muslim(pious person on surrendering Creator ) [Sahih Hadith]
General worships are prescribed called 5 pillars of rules of spiritual worships of Shariyat like Iman-faith, Salah-prayer, Fast-Siyam, Zakat-donation, Hajj, Halal Haram, good deeds, Khutnah, Jumma, Eid, Qurbani, Beard-Haircut, Quran preaching & learning(research&recitation, Hebz), Ahle Kitab research, serving all creatures, donation, Zikir-Tasbi, good governance, etc. 

However, even 600crore nonMuslims must practice Quran-hadith spiritual worship as well as their own liked earlier prophets' some of the teaching if they want to like sunnah as these are also permissible  under current Shariyat Din-rules under Prophet Mohammad e.g. Sufism(hard restraint confinement life practicing worship with intensive desire for piousness soon as well as necessary public meeting&jobs), early sufi Etekaf life of Mohammad(pbuh)&Ali-Fatem(R)&Belal(R), even family leaving Saint like Mariyam-Eyahiya-Isa(A), Al Esha -Julkifal(A) Gautam Buddha, Moses hill Etekaf(confinement with worship), etc ie. called Abrahamism(piety Muslims with numerous styles of many prophets being follower of active prophet Mohammad as well as earlier prophets' teaching of Sunnah what people mostly like to follow different different prophets e.g. Sufism, non-sufism, numerous Tablig programs like Halaka, Naat-Gazal Sharif, Middle Easter Dars(Dars:prayer Dowa, guidances, activities, stories, birthday remember), Isa Jesus Marium(A) Dars, RamKrishna Dars(RamKrishna means upper Arash's Creator Allah's attraction that ensures pleasurement of soul through Tawrat-Jabur Kitab), Eliyas-Al Esha-Julkifal Gautam Buddha-Eyahiya-Zakariya(A)-AliFatema-Belal(R) Dars, Ejtema, Abrahami Dars, Owaj, Chillah-Nesab, Kangserkul Dars, etc). It is noted that earlier holy books and Prophets numerous teaching directly have been also included as well as reforms within active specific rules with numbers of Din ''Shariyat of worships(Quran-Sunnah)'' for current time period that engages easily earlier followers of books. 

Kalima-Faith Iman English Translation for current time period of following guidance order Faith: I bear witness that no-one is worthy of worship but Allah, the One alone, without partner, and I bear witness that Muhammad is His servant and Messenger. 

English Translation: O Allah! Certainly I seek protection with You from, that I associate partner with You anything and I know it. And I seek forgiveness from You for that I do not know it. I repented from it and I made myself free from disbelief and polytheism and the falsehood and the back-biting and the innovation and the tell-tales and the bad deeds and the blame and the disobedience, all of them. And I submit and I say (there is) none worthy of worship except Allah, Muhammad is the Messenger of Allah. Mankind have to practice Quran-Sunnah based on prophet Mohammad but also they have to love equally & acknowledge all prophets(124,000). 

Full Faith of Iman means Supreme being of Arosh Creator Allah, last time period prophet Mohammad(pbuh), all prophets acknowledgement(124000), Holy books-104, Angels, Luck, Hereafter.

Therefore, I urge entire nonMuslims to revert into Islam soon like within couple of years being full Muslim or practice Quran-sunnah worship being minimum Muslim less standard quality and quantity worship based on your own risk desire with Tawbah-repented(mercy petition with Future full Shariyat-Quran Sunnah practice commitment) ensures threshold of Muslims(full standard, newly Muslim, Ahle Kitab newly Muslims' Sects) criteria even ongoing different different religious identity as earlier holy books' virtue is in current period less functional though having some of Sunnah practice of other prophets with appropriate Dars programmes will recover deficiencies(risk) of last prophet's Sunnah practices ensuring often equal Shariyat(specific number of worships with rules) of Ummati Mohammad(pbuh) despite different different name of sects(Mahzab) where sects some times are needed for group of people's necessity of culture, grounds of necessity, tradition, custom, adjustment, etc. Always remember, there is no time even second for you earning virtue, anytime death angel Malakul Maud hazrat Azrael(A) will come with preparation or without preparation for hereafter with virtue though he comes regularly 5 times in a day to visit everyone [Surah Araf: Verse 34]. So if you don't want to revert into Muslim sects keeping your own standard identity Standard Christian, Standard Jews, Standard Hindu-Buddha Sects, you must practice Quran-Sunnah worship according Creator's guidance for current time period since 610AD. Through chief of Angel hazrat Jibrael(A), 124,000 prophets handed over their followers' responsibility and their official duty to prophet Mohammad(pbuh), president of prophets in Baitul Mukaddas mosque al Aksa in Palestine during Meraj night that means all prophets are now working Quran-Sunnah working for entire mankind. And to Allah belongs the east and the west. So wherever you [might] turn, there is the Face of Allah. Indeed, Allah is all-Encompassing and Knowing.[Surah Baqarah 115] Mecca's Al-Masjid al-Haram Sharif(including the Kaaba Sharif), Al-Masjid an-Nabawi in Medina Sharif and Al-Masjid al-Aqsa Sharif are three holy mosques united for entire mankind. So from wherever you go out [for prayer, O Muhammad] turn your face toward al- Masjid al-Haram, and indeed, it is the truth from your Lord. And Allah is not unaware of what you do. [Surah Baqarah 149, 150]  And We have not sent you(Mohammad) except comprehensively to mankind as a bringer of good tidings and a warner. But most of the people do not know. [Surah Saba-28] [Surah Al Ambia- 107][Surah Araf -158][ Surah Furkan- 1] [Surah Baqarah 225, 123, 48][Sura Anbia 28][Sura Lukman-33][Sura Al Mudassir-48, Al Shuyara-100] Mankind's pious acts will be only taken into account deciding judgment for heavens avoiding hellfire [Al Infitar 18-19][Sura Hud-111][Sura Jiljal-7-8][Sura Ahzab 45-46]


It is noted prophet Isa(A)-Jesus Mashi will come again to move forward Quran-Sunnah teaching before Kiyamat(demolition of earth) as a Nayabe Rassul responsibility as an Imam Mahdi(righteousness leader) under President of prophet Mohammad(pbuh) for entire mankind though many Imam Mahdi leaders will also come before him with final Imam Mahdi(Mohammad bin Abdullah). Even this note of guidance is also one of the Imam Mahdi. There are no enemy except Mr Iblish Sytan Azazil(Devil), Mr Dajjal Mashi(Devil), Eyajuj-Majuj(Gogg-Megog). Constitutional Governance management(mature democracy-Polity e.g. UK-Europe- USA, etc with insaf-justice; others-China, Arabic semi democracy structure with monarchy with insaf-justice, etc, both) is now across the world established under Quran-Sunnah righteousness routes within both Muslims & NonMuslims where longstanding regular practices will gradually boost it(governance's righteousness-Insaf)  but NonMuslims have to just develop spiritual worship management within them like Muslims or less standard Muslim with exemptions routes(Quran-Tawrat-Injil together) entering into one of the appropriate time period routes of religious practice. The believers are but brothers, so make settlement between your brothers. And fear Allah that you may receive mercy. [Surah hujurat-10] Allah Ta'ala says, 'Invite yourselves to the way of your Lord, with wisdom and good advice.' (Sura-16 Nahl, verse: 125).[Sura Anbia 96-97][Sura Kahaf 92-99][Sura Al Imran-55][Sura Nisa 159][Sura Jukruf 61]

  It is mentioned that 4 objectives of UN Charter are also included from holy Quran ie. one earth world country with many autonomic provinces-countries but UN must ensure appropriate religious guiding under Human Rights Charter like creating new body UN World Religious Wing like WHO. This [Qur'an] is enlightenment for mankind and guidance and mercy for a people who are certain [in faith]. [Surah Al-Jathiya 20]. But remember, trespassing full Muslims' worshipping places, sacred places are grievous sinful acts(Quran, Hadith).

Appropriate worships' performance from mankind and Jinn nations will move forward automatically earth and universe's lifespan and it is creator's order to automatically increase earth and universe's lifespan doing worship(Quran). Even if one people does Quran Sunnah worship, he(Creator) will never destroy the earth&universe(Hadith).  (32)They want to extinguish the light of Allah with their mouths, but Allah refuses except to perfect His light, although the disbelievers dislike it. (33)It is He who has sent His Messenger with guidance and the religion of truth to manifest it over all religion, although they who associate others with Allah dislike it.[Surah At-Tawba 32-33][Surah As-Saff 8] Creator almighty Allah clearly expresses that he wants to run the earth for longer period for his own desire and necessary where he has created mankind and Jinn nation to assist him on his vision. “And surely Allah will help those who help Allah, surely Allah is Mighty and Mighty. Those whom We establish on the earth establish prayer, pay zakat, enjoin good deeds and forbid evil deeds. And for Allah the outcome of all actions is determined.” (Surah Al-Hajj: 40-41) And Allah has clearly expressed how mankind and Jinn nations will assist Allah, doing only worship based on his desire, guidances. It has been said, 'And the horn will be blown, so that all the heavens and the earth will faint, except those whom Allah wills. Then the horn will be blown again, then they will stand and look.' (Surah Jumar, verse: 68) Allah has also clearly expressed demolition of earth including showing symptoms of Kiyamat like Isa Mashi arrival is the only Creator's own jurisdiction instead of mankind or any creature. So doing anything for Kiyamat arrival or its symptoms' arrival are fully grievous sinful act treated trying to destroy creator's Din(earth&universe running orders) as it is like a production industry(Ebadat-virtue growing) of Creator. He will fulfill his duty as soon as he receives the command of Allah. Everything will be destroyed by his blow. In the Holy Qur'an, it is stated, "Except for the existence of Allah, everything will perish." (Surah Qasas: 88) Allah Ta'ala says: ﴿إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ﴾ “Surely I have sent down the Qur’an, and I am responsible for its custody” (Surah Hijr, verse 9). Almighty Allah Rabbul Alamin said, 'The matter of Qiyaamat is like the twinkling of an eye or more than that, it is only a matter of a moment. Indeed, Allah has power over all things.' (Surah Nahl: 77) Mankind and Jinn nations must take preparation doing worship for their hereafter instead of trying to reach Kiyamat(demolition of earth) soon.

Prophet on 628AD wrote letter of Islamic call(full Muslim faith or heaven seeking route having minimum Muslim stage i.e. common word between us and you noninfidelness faith-QuranSunnah, Tawrat, Injil) to all world leaders like Rome emperor Heraclius ( Christian King), Persian Kisrah(polytheist, fire worshipper), Egypt MokaiKis(Christian King), Bahrain King, Oman King, Syrian King, Abyssinian-Ethiopian King Negus(Christian King) stating that I am Prophet Mohammad(pbuh), messenger of Allah, urging to accept Islam as an earlier people of the books of Islam(Ahle Kitab Muslim ), otherwise, you(Guardian of people-King) will be liable for general people's sinful acts of wrong worship. Some of them accepted Islam, defer for further query with sufficient time, Persian emperor angary but all provided gifts especially Egyptian King acknowledging envoy of Creator where King Negus worked as a Sahabi-companion standard granting Asylum-Hizrat to refugees from cruel polytheistic ruler Mr Abuzahel controlled Mecca though many Vatican Pope from 1200, 1500, 2007AD acknowledge this common word practice of Islamic Quran publicly where Hindu-Buddhist scholars also acknowledge it as part of the holiness devine envoy Quran-Sunnah & Prophet Mohammad(pbuh) they aren't starting to practice Quran-Sunnah yet despite 1400 years have passed ie. disaster for their hereafter life where now earth's lifespan must be extended doing proper worship under Quran-Sunnah. [Al Imran 3:64] It is noted that now a day, leaders aren't directly liable as people are free to accept any religion freedom of religion, liberty rights well as available knowledge where leaders are only responsible to reach appropriate knowledge to people with persuasion and with all positive initiatives for preaching.  










[Nasiyat-Ekamat(Islamic Call) for entire mankind from full faith Muslim of follower of prophet hzarat Mohammad(pbuh)&his guidance Quran-Sunnah]